বাংলা উপসর্গঃ-
প্রশ্নটি এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপুর্ণ।
➤উপসর্গঃ যে সকল অব্যয় সূচক শব্দাংশ কোন মূল শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে এবং নতুন অর্থ তৈরি করে তাকে উপসর্গ বলে।
যেমনঃ
☞ প্রভাত ⇨প্র+ভাত
☞প্রহার⇨প্র+হার
⊕ উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে :—
উপসর্গের অর্থবাচকতা বলতে এর নিজস্ব অর্থ আর অর্থদ্যোতকতা বলতে নতুন অর্থ তৈরি করার ক্ষমতা কে বোঝায়। অর্থাৎ, উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই কিন্তু অন্য কোন শব্দের আগে বসে শব্দের অর্থ পরিবর্তন, পরিবর্ধন এবং সংকোচন ঘটায়। বিষয়টিকে নিম্নলিখিত ছকের মাধ্যমে বুঝানো যায়:—
উল্লিখিত ছকে দেখা যায়, মূল শব্দ হলো হার। এর আগে যদি "আ" উপসর্গটি যোগ হয় তবে শব্দটি দাড়ায় আহার।'আ' উপসর্গটি নির্দিষ্ট কোনো অর্থ নেই। এভাবে পরি,উপ,প্র,উৎ উপসর্গগুলো হার শব্দের আগে বসে শব্দ গঠন করলে যথাক্রমে পরিহার, উপহার, প্রহার, উদ্ধার হয়।প্রকৃতপক্ষে দেখা যায়, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।
Post a Comment