কিভাবে বুঝবেন থিমটি ভালো?
ভালো থিমগুলোর অন্যতম কয়েকটি বৈশিষ্ট্য হলোঃ-
১) ভালোভাবে কোডিং করা থাকা;
২) মোবাইল ফ্রেন্ডলি;
৩) এস ই ও অপটিমাইজড;
৪) রেস্পোন্সিভ;
৫) হালকা;
৬) ফাস্ট বা দ্রুত লোডিং ইত্যাদি।
এই বৈশিষ্ট্যগুলো থাকলে থিমটিকে ভালো বা সেরা বলা যেতে পারে।
Fast and SEO Optimized Best Blogger Themes
আরেকটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে, থিম যদি খুবই স্লো লোডিং হয়, আর ভালোভাবে কোডিং না করা হয়ে থাকে তবে ভবিষ্যতে গুগল আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক ডাউন করে দিতে পারে। ফলের সাইটে ট্রাফিক+ভিজিটর উভয়ই রাস পাবে।
আপনি হয়ত জানেন যে, থিমের কোডিং জটিল এবং ভারী হলে, লোডিং স্পীড কমে যায়। যার ফলে ভিজিটরের ব্যান্ডউইথ কম থাকলে তা আরো স্লো বা ধীর হয়ে যায়। ফলে তারা বিরক্ত হয়ে সাইট থেকে বেরিয়ে যায়। এতে করে আপনার ভিজিটর অনেক হ্রাস পাবে।
এছাড়াও গুগল তাদের অ্যালগরিদম ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে স্লো লোডিং ওয়েবসাইট গুলো খুজে বের করতে সক্ষম। তারা সাইট গুলোকে বের র্যাঙ্ক ডাউন করে দেয়। যার ফলে আপনি গুগল থেকে আসা ট্রাফিক গুলো পাবেন না। তাই যেকোনো ব্লগার থিম ব্যবহার করার আগে তার বৈশিষ্ট্য গুলো অবশ্যই জেনে নেওয়া জররী।
তাই আর ভূমিকা না করে, চলুন জেনে নেই সেরা পাঁচটি ব্লগার থিম বা টেম্পেট সম্পর্কে। অনেক গবেষনা করে নিচের পাঁচটি থিম আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রতিটির সাইট স্পিড সহ, লাইভ ডেমো সহ ডাউনলোড লিংক দেওয়া থাকবে। আপনার পছন্দমতো সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।
আপনি থিম পছন্দ করার আগে আরেকটি বিষয় জেনে নিতে হবে যে, আপনি কোন বিষয়ে ওয়েবসাইট তৈরি করবেন। যেমন পোর্টফোলিও, টিউটরিয়াল, নিউজ, ম্যাগাজিন ইত্যাদি। আপনি এদের ক্যাটাগরি অনুসারে ও পছন্দ করতে পারেন। নিচের থিম গুলো খুব আকর্ষণীয়। আপনি হয়তো জানেন যে, বেশিরভাগ ব্লগার থিম ই ওয়ার্ডপ্রেস থিম গুলো থেকে অনুকরণ করা হয়ে থাকে। যার কারণেই থিমগুলো প্রিমিয়াম লুকিং হয়।
5 free fast loading and premium looking blogger templates
Table Of Content:
1) Hiero
2) Quick mag
3) Magify
4) Optima
5) Seo hub
সেরা পাঁচটি ব্লগার থিম ও তাদের বর্ণনা
1) Hiero Blogger template:
Hiero একটি খুবই সুন্দর এবং আকর্ষণীয় ব্লগার টেম্পলেট যা সত্যিই দুর্দান্ত। এটি আপনার ব্যক্তিগত ব্লগের জন্য উপযুক্ত থিম। Hiero ব্লগার টেমপ্লেট এর দুর্দান্ত বৈশিষ্ট্য আপনার ব্লগকে অনন্য চেহারা দিতে সাহায্য করবে। থিমটি রেস্পোন্সিভ হওয়ায় যে কোন স্ক্রিনে সুন্দর দেখায়। Google Page Speed Insights এ এর স্পিড স্কোরঃ
Mobile: 81
Desktop: 98
যা খুবই ভালো স্কোর।এছাড়াও থিমের কোডিং খুবই ভালো পাশাপাশি এস ই ও ফ্রেন্ডলি।নিচে লাইভ ডেমো এবং ডাউনলোড লিঙ্ক দেয়া হলোঃ
2) Quick mag Blogger template:
আপনি যদি একটি উচ্চমানের ম্যাগাজিন টাইপ ব্লগার টেম্পলেট পছন্দ করতে চান তবে Quick mag অন্যতম। এটি blogspot প্লাটফর্মের জন্য সুপার-ফাস্ট এবং SEO Friendly ব্লগার টেম্পলেট। এটি ম্যাগাজিন এবং সংবাদপত্র ব্লগের জন্য উপযুক্ত। কুইক ম্যাগ টেম্পলেট বিশেষত ক্ষুদ্র সংবাদপত্র ব্লগ বা ম্যাগাজিন ওয়েবসাইটের জন্য ডিজাইন করা হয়েছে।
Google Page Speed Insights এ এর স্পিড স্কোরঃ
Mobile: 75
Desktop: 98
এটির স্কোরও ভালো এবং খুবই দ্রুত লোডিং হয়।এতে রয়েছে অটোমেটেড হেডলাইন।ড্রপডাউন মেনু গুলোও আকর্ষণীয়।
3) Magify Blogger template:
Magify ব্লগার একটি বিনামূল্যে Highly Customizable ম্যাগাজিন ব্লগস্পট টেমপ্লেট। এটি খুবই দ্রুত লোডিং হয় এবং এর কোডিং হালকা হওয়ায় ভিজিওটর কে মনোমুগ্ধ করে। ব্যবহারকারী আনন্দের সাথে আপনার সাইট ব্যবহার করবে।এসইওর জন্য থিমটি সম্পূর্ণরূপে অপ্টিমাইজড, যাতে যেকোনো সার্চ ইঞ্জিন থেকে আপনি ভালো ফলাফল পাবেন। এডসেন্স এপ্রুভাল পেতে থিমটি আপনাকে সাহায্য করবে।Google Page Speed Insights এ এর স্পিড স্কোর নিচে দেয়া হলোঃ
Mobile: 74
Desktop: 91
এই থিমটিও খুবই হাই স্পিড সম্পন্ন। তাই সাইট র্যাঙ্ক করাতে এটি খুবই উপোযোগী।
4) Optima Blogger template:
Optima ব্লগার টেম্পলেট একটি পরিষ্কার এবং এসইও রেডি ব্লগস্পট থিম। থিমটি পুরোপুরি কাস্টোমাইজেবল। এর এসইও করার ক্ষমতা বেশি বলে আপনাকে সর্বনিম্ন প্রচেষ্টায় ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করবে। এটি সহজেই ব্যবহারযোগ্য একটি থিম। থিমটি খুবই রেস্পন্সিভ হওয়ায় যেকোনো ডেস্কটপ, ট্যাবলেট বা স্মার্টফো্নে খুব সুন্দ্র দেখায়।ব্যবসা, কর্পোরেট, ব্লগ, ব্যক্তিগত ওয়েবসাইট বা অন্য কোনও ধরণের সাইট তৈরি করতে পারেন এই থিমের মাধ্যমে। ফুড রিভিঊ, গবেষনা, মুভি রিভিউ, টিউটোরিয়াল ব্লগ, প্রতিষ্ঠান, পরীক্ষা, ব্যাংকিং ইত্যাদি এ থিমের জন্য সবচেয়ে উপযুক্ত।।Google Page Speed Insights এ এর স্পিড স্কোরঃ
Mobile: 68
Desktop: 97
এই থিমটি এড রেডি হওয়ায় এডসেন্স পেতে খুব সাহায্য করবে।স্পিড কোয়ালিটি ভালো হয়ায় সাইট র্যাঙ্ক করাতে এটি খুবই কাজে দিবে।
5) Seo hub Blogger template:
SeoHub খুবই দ্রুত লোডিং এবং highly customizable ব্লগার টেমপ্লেট। যা আজ অবধি সর্বাধিক SEO অপ্টিমাইজড ব্লগার টেম্পলের মধ্যে একটি। যেকোন সার্চ ইঞ্জিনে এর দক্ষতা খুবই দুর্দান্ত। এর অভ্যন্তরিন কো্ডিং খুব ভালো হওয়ায় এর স্পিড স্কোর ও মোটামোটি ভালোই।Google Page Speed Insights এ এর স্পিড স্কোরঃ
Mobile: 29
Desktop: 77
যা highly customizable থিমের জন্য ভালোই কাজ দিবে। আপনি প্রায় কোনও প্রকারের ব্লগের জন্য এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন । তবে প্রযুক্তি, সংবাদ, ম্যাগাজিন, ডেইলি ব্লগ, খাদ্য ব্লগ এবং ইভেন্ট ব্লগের জন্য এটি সেরা।
শেষ কথাঃ
সবশেষে বন্ধুরাচ, আশা করি সেরা পাঁচটি ব্লগার থিম খুবই ভালো লাগবে। এর মধ্যে কোন থিমটা আপনি পছন্দ করলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।আমি নিজেও ৩ নং থিমটি ব্যাবহার করেছিলাম। খুবই ভালো ফলাফল পেয়েছি।ধন্যবাদ।
Post a Comment