|
Photo credit:banglarkantho |
বর্তমানে হৃদরোগ একটি প্রচলিত সমস্যা। এ রোগে প্রতিবছর সারা বিশ্বে দেড় কোটিরও বেশি মানুষ মৃত্যুবরণ করে। বর্তমানে দৈনন্দিন জীবনের কাজের চাপ, মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া বিভিন্ন ধরনের ফাস্টফুড খাওয়া, পরিশ্রম এবং হাঁটাচলা না করার কারণেও যে কেউ হৃদরোগে আক্রান্ত হতে পারে। তবে সবসময় এগুলোই যে হৃদরোগের জন্য দায়ী এমনটি নয়। এগুলো ছাড়া এমন কিছু রোগ আছে যা হৃদরোগের জন্য দায়ী।কাজেই জেনে নিন হৃদরোগের ঝুঁড়ি বাড়াতে দায়ী যেসব রোগ-
আর্থাইটিস
রিউমেটয়েড আর্থ্রাইটিস নামের একটি ক্রনিক রোগ রয়েছে, যার কারণে দেহের বিভিন্ন অস্থিসন্ধিতে যন্ত্রণা হয় এবং ফুলে যায়। দীর্ঘদিন এর চিকিৎসা না করালে তা হার্ট অ্যাটাকে মৃত্যুর আশঙ্কাকে আরও বাড়িয়ে দেয়।
ডায়াবেটিস
এ রোগের কারণে হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা দ্বিগুণ থেকে চারগুণ বেড়ে যায়। যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন না তাদের বিপদের আশঙ্কা আরও বেশি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, ডায়াবেটিসের কারণে নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই হার্ট অ্যাটাকের যন্ত্রণা অনুভব করেন না। ফলে চিকিৎসা শুরু করা ব্যাহত হয়। সেইসঙ্গে ডায়াবেটিসে মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়।
বিষণ্নতা এবং উদ্বেগ
হৃদরোগের সঙ্গে বিষণ্নতা ও উদ্বেগের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কাজেই বিষণ্নতায় আক্রান্ত মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
সোরিয়াসিস
এ রোগে ত্বকে চুলকানি ও লাল র্যাশ উঠে। এটি শুধু ত্বকেই সীমাবদ্ধ থাকে না, বরং হৃদরোগ, স্ট্রোক ও রক্ত সম্পর্কিত অন্যান্য রোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়। প্রায় ৭৫টি গবেষণার ফলাফল একত্রিত করে গবেষকরা জানিয়েছেন, বিশ্বের প্রায় সাড়ে ১২ কোটি মানুষের সোরিয়াসিস রয়েছে।
কিডনি রোগ
কিডনি রোগীদের বিশেষ করে যারা কিডনির ক্রনিক রোগে আক্রান্ত তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সুস্থ কিডনিধারীদের তুলনায় কিডনি রোগে আক্রান্তদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ। আর আক্রান্তদের অর্ধেকের কিডনি সম্পূর্ণ অকেজো হওয়ার আগেই তারা মৃত্যু ঝুঁকিতে থাকে।
Post a Comment