মৌমাছি কেনো সামাজিক প্রাণী? মৌমাছি সম্পর্কে কিছু আজব তথ্য জেনে নেই।

Photo Credit : kajgana.com
আমরা নিশ্চয়ই গৃহকোণে,গাছের ডালে মৌচাক দেখেছি কিন্তু মৌমাছির সামাজিক জীবনযাপন সম্পর্কে অনেকেই জানিনা মৌমাছি হলো পৃথিবীর সামাজিক প্রাণী গুলোর মধ্যে অন্যতম আমরা যদি কখনো সামাজিক প্রাণী নিয়ে ভাবতে শুরু করি, ঠিক তখনই আসে মৌমাছির নাম কেননা এদের দলবদ্ধতা, সামাজিক আচরণ, পারস্পরিক সহযোগিতা, কর্মঠ স্বভাব সর্বদাই মানুষকে ভাবতে বাধ্য করেছে তো চলুন জেনে নেই এই সামাজিক প্রাণীটি সম্পর্কে:-

গৃহ মৌমাছি এর Classification :

Kingdom- Animalia

   Phylum- Arthropoda

      Class- Insecta

         Order- Hymenoptera

            Genus- Musca

               Species- M. Domestica

 মৌমাছিরা আকার আকৃতি এবং কাজের ভিত্তিতে তিনভাগে বিভক্তযথা:-

তিন ধরনের মৌমাছি

)রানী মৌমাছি- যা একমাত্র উর্বর মৌমাছি;

)ড্রোন বা পুরুষ মৌমাছি;

)কর্মী বা বন্ধ্যা মৌমাছি

 প্রতিটি মৌচাকে একটি রানী মৌমাছি, কয়েক শত পুরুষ মৌমাছি এবং ১০ থেকে ৮০ হাজার (আবার মাঝে মাঝে এই সংখ্যা লক্ষাধিক) কর্মী মৌমাছি মিলে একটি সমাজ গঠন করে

 মৌমাছিরা এতটাই কর্মঠ যে, কর্মী মৌমাছিদের যখন বয়স তিন থেকে চারদিন ঠিক তখনই তাদেরকে চাকের পরিষ্কার কাজের দায়িত্ব দেয়া হয়বয়স যখন ১৮ থেকে ২০ দিন হয়, তখন তারা মধু আহরণে বের হয় তারা মৌচাকের এক নির্দিষ্ট স্থানে নিজেদের জন্য খাদ্য সংগ্রহ করে, পাশাপাশি ভবিষ্যৎ বংশধরদের জন্য খাদ্য জমিয়ে রাখে!

মৌচাক

 মৌমাছিদের নির্দিষ্ট ধরনের গতিবিধি এবং নৃত্যের মাধ্যমে ভাব বিনিময় করেকর্মী মৌমাছিরা যখন মধু সংগ্রহ করে চাকের কাছে আসে তখন বিশেষ ণৃত্যের মাধ্যমে সুধা, পরাগের- প্রকৃতি, দূরত্ব বিপুল উৎসের খবর অন্যদেরকে জানিয়ে দেয়

মৌমাছির ণৃত্য{ডানে-চক্রাকার,বামে-ওয়াগেল}

 মৌমাছিরা বাসা মৌচাকের প্রাচীর প্রোপেলিশ  নামের এক ধরনের জৈব বেনজিনের প্রলেপ দিয়ে রাখে যা ক্ষতিকারক অনুউদ্ভিদ এর বৃদ্ধিতে প্রতিহত করে

 একটি ঘটনা কষ্টের হলেও, তাদের সকলের কথা চিন্তা করে রোগাক্রান্ত বা মৃত লার্ভাকে চাকের বাইরে ফেলে দিয়ে সম্ভাব্য সংক্রমণ থেকে চাককে এবং চাকের মৌমাছিদের কে রক্ষা করে

 মৌমাছি খুবই শান্তিপ্রিয় হলেও কেউ যদি তাদের সম্পদ(মধু) সংগ্রহের উদ্দেশ্যে কোন প্রাণী যদি হানা দেয় তবে তাদের হুলের দংশনে সবাইকে পরাস্ত করে একটি হুলের দংশন যে কোন পতঙ্গ বা ইঁদুরজাতীয় ক্ষুদ্র দেহী স্তন্যপায়ীর মৃত্যু ঘটাতে যথেষ্ট

পরিশেষে বলতে পারি,  মৌমাছির জীবন যাপন মানুষের মতোই সামাজিক তাদের আবেগ-অনুভূতি, আত্মত্যাগের মনোভাব মানব সমাজের  জন্য অনুপ্রেরনারও বটে

*তথ্য সংগ্রহ  করা হয়েছে: জীববিজ্ঞান ২য় পত্র(গাজী আজমল, গাজী আসমত)

পোস্টটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না!!! নতুন পোস্ট -মেইল এর মাধ্যমে পেতে অবশ্যই নিচে থাকা Subscribe  Me বক্সে  আপনার ইমেইল সাবস্ক্রিপশন করে নিন!!!



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post