একটি মেয়ে শাপলা পাতায় বসে আছে!!! Photo credit : pinterest.dk |
যদি বলি, আপনি চাইলে শাপলা পাতায় আরোহন করতে পারবেন!!! হ্যাঁ! ঠিকই শুনেছেন৷
ভিক্টোরিয়া আমাজনিকা নামক এক প্রজাতির শাপলা ফুলের পাতার ব্যাস এতটাই বেশি যে
আপনি চাইলে অনায়াসে এতে উঠ বসে থাকতে পারবেন! তাই চলুন এই বিষ্ময়কর শাপলার
প্রজাতি সম্পর্কে জেনে নেই৷
প্রথমেই জেনে নেই এর Classification সম্পর্কেঃ-
রাজ্যঃ Plantae
বর্গঃ Nymphaeales
গোত্রঃ Nymphaeaceae
গনঃ Victoria
প্রজাতিঃ V. amazonica
বিস্তারিতঃ এই প্রজাতির শাপলা ফুলের পাতাগুলোর ব্যাস প্রায়
৩ মিটার অর্থাৎ ১০ ফুট পর্যন্ত হয়ে থাকে৷ এর লতার অর্থাৎ কান্ডের দৈর্ঘ্য প্রায় ৭-৮
মিটার অর্থাৎ ২৩-২৬ ফুট পর্যন্ত হয়৷ ফুলটি সম্পূর্ন ফুটতে ৪৮ ঘন্টা সময় লাগে৷ প্রথম
রাতে এরা সাদা থাকে এবং দ্বিতীয় রাতে গোলাপী রং ধারন করে৷ ফুলটি প্রায় ৪০ সে.মি. অর্থাৎ
১৬ ইঞ্চি ব্যাসের হয়ে থাকে৷ ভিক্টোরিয়া আমাজনিকা হলো দক্ষিন আমেরিকার গুয়ানা নামক দেশের
জাতীয় ফুল৷ এটিই বিশ্বের সর্ববৃহৎ শাপলা ফুল৷
নিচের দিকে এইরকম দেখতে! Photo Credit : reddit.com |
একই গোত্রের ও গনের আরেকটি প্রজাতি হলো ভিক্টোরিয়া ক্রোজিয়ানা(Victoria cruziana)৷
Post a Comment